তালায় ভাইয়ের সম্পত্তি জবর-দখল নিতে গাছ কর্তন

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৯ | আপডেট: ১০:২৩:অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৯

ডেক্স রিপোর্ট:
সাতক্ষীরার তালায় আপন সৎ ভাই ও পিতার বিরুদ্ধে জোরপূর্বক বসতবাড়ি ও পুকুরসহ ১২ শতাংশ জমি জবর দখলের অভিযোগ করেছেন অপর ভাই ইউনুছ আলী মোড়ল। এঘটনায় স্থানীয় তালা থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে।
আটরই গ্রামের সামছুর রহমানের বড় ছেলে,ইউনুছ আলী মোড়ল জানান,তার ক্রয়করা সম্পত্তি আটারই মৌজার খতিয়ান নং ৪৫৮,দাগ নং ১১৭৭,১১৭৯ ও ১১৮১ মধ্যে ৩৬ শতাংশ জমি তারমধ্য থেকে ১২ শতাংশ জমিতে বসতবাড়ি ও পুকুর তৈরি করে প্রায় ৩০ বছর ধরে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছি।
ইউনুছ আলীর পিতা সামছুর রহমান, তার ছেলে কালাম মোড়ল,কুদ্দুস আলী মোড়ল গংরা গত ৯ অক্টোবর আনুমানিক সকাল ৮টার দিকে লোহার হাতুড়ি,দা,বাঁশের লাঠি দঁড়ি নিয়ে আকস্মিক ইউনুছ আলী মোড়লের বাড়িতে হামলা চালিয়ে খেঁজুর গাছ,শিশুগাছ,এপিলওপিল গাছের ডালপালা কাটিয়া জোরপূর্বক কাটিয়া নেয় এবং পুকুর থেকে জাল দিয়ে বিভিন্ন ধরণের সাদা মাছ মারিয়া নিয়ে যায়। এতে তার প্রায় ২০ হাজার টাকার ক্ষতিসাধন করে।
এসময় ইউনুছের স্ত্রী নুরনাহার বেগম বাঁধা দিতে আসলে তাকে বেধড়ক মারপিট ও লাঞ্চিত করে। এসময় প্রতিবেশীদের অনেকেই ঘটনাস্থলে উপস্থিত থাকলেও ভয়ে তাদের রক্ষায় কেউ এগিয়ে আসেনি।
এঘটনায় তার পরের দিন তালা থানায় অভিযোগ করলে থানা পুলিশ শান্তি-শৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে গিয়ে তাদের দখল কার্যক্রম বন্ধ করে উভয় পক্ষকে কাগজ-পত্রাদিসহ থানায় হাজির হওয়ার নির্দেশ দিয়ে আসেন।
পরবর্তীতে শনিবার থানায় শালিসিতে বসাবসি হলেও থানা পুলিশের নির্দেশ অমান্য করে গত বুধবার প্রতিপক্ষরা জোর পূর্বক পুকুর থেকে আবারও বিভিন্ন প্রজাতির সাদা মাছ ধরে নিয়ে গেছে এবং বিভিন্ন ধরণের হুমকি-ধামকি অব্যাহত রেখেছে। এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/মো: মুজিবর রহমান/পাটকেলঘাটা/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক