তালায় বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২১ | আপডেট: ৯:০০:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২১ সাতক্ষীরা তালায় বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার বিকাল ৫টায় তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে সুভাশুনি এলাকায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, তালা থানা ছাত্রদলের আহবায়ক হাফিজুর রহমানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। সংবাদটি ৪৭৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত