তালায় বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১ | আপডেট: ১:০০:পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২১ তালায় প্রন্তিক জনগোষ্ঠীর মাঝে উত্তরণের উদ্যোগে ত্রাণ সহায়তা প্রদান করছেন উপজেলা নির্বাহী অফিসার মো: তারিফ-উল-হাসান। খুলনা’র বন্যপ্রাণী ব্যাবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ’র আয়োজনে, রোববার (২৪জানুয়ারি) সকালে সাতক্ষীরা তালার শালিখা ডিগ্রি কলেজে বন্যপ্রাণী সংরক্ষণে গন সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. তারিফ-উল-হাসান’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সামাজিক বনাঞ্চল, যশোর অঞ্চলের বনরক্ষক মোল্ল্যা রেজাউল করিম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ছাত্রী আসপিয়া আক্তার বৃষ্টি’র সঞ্চালনায় সভায় স্বাগত বক্তৃতা করেন, খুলনা বিভাগীয় বন্যপ্রাণী ব্যাবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৎস্য বিশেষজ্ঞ মফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, বন্যপ্রাণী ব্যাবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ’র খুলনা বিভাগীয় বনকর্মকর্তা নির্মল কুমার পাল, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভিন পাঁপড়ি, জেলা পরিষদ সদস্য ও তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মীর জাকির হোসেন এবং শালিখা ডিগ্রী কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু। এসময় অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা সরদার সুজাত আলি, খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাজিব হোসেন রাজু, তালা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক প্রভাষক এস. আর. আওয়াল, আলোকিত শাহপুর’র পরিচালক মাসুদ আল কবির রাজন, জীববৈচিত্র রক্ষা স্বেচ্ছাসেবী রাশেদ বিশ্বাস, শ্রীমন্তকাটি ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন ও খেশরা ব্লাড ফাউন্ডেশনের পরিচালক সুমন হোসেন গোলদার প্রমুখ বক্তৃতা করেন। সভা শেষে বন্যপ্রাণি রক্ষায় সচেতনতা সৃষ্টিতে খাচায় পালিত ৩ বছরের একটি শালিক পাখি অবমুক্ত করেন সামাজিক বনাঞ্চল- যশোর জোন’র বন রক্ষক মোল্যা রেজাউল করিম এবং পাখিটির পালক মুনতাসির মামুন তূর্য। প্রসঙ্গত, মুনতাসির মামুন তূর্য (৮) শালিকটিকে বাচ্চা অবস্থায় কুড়িয়ে পেয়ে সেটি খাচার মধ্যে লালন-পালন করছিলেন। দীর্ঘ লাল-পালনের একপর্যায়ে শালিকটি মানুষের অনুকরনে কথা বলা শিখে যায়। সংবাদটি ২২৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত