তালায় পানি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৯ | আপডেট: ৬:২১:অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

নিজস্ব প্রতিনিধি, তালা:
সাতক্ষীরা তালার উত্তরণ আইডিআরটিতে শনিবার সকালে উপজেলা পানি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা পানি কমিটির সভাপতি মোঃ ময়নুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। উত্তরণ কর্মকর্তা দিলীপ সানার পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ইমান আলি, মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দার, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, অধ্যাপক অচিন্ত্য সাহা, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, আব্দুল হান্নান, সফিকুল ইসলাম, অজিত সরকার প্রমুখ। সভায় কপোতাক্ষ নদের ২য় ফেইজ শুরু, পশ্চিম শালতা নদী পুনঃখনন প্রকল্প পর্যালোচনা, কপোতাক্ষ নদের উপর শুষ্ক মৌসুমে ক্রসড্যাম স্থাপনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

 

 

 

সুন্দরবনটাইমস.কম/সেলিম হায়দার/তালা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক