তালায় নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে নজরুল ইসলামের নির্বাচনী মতবিনিময় প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২২ | আপডেট: ৭:০৩:অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২২ আগামী ১৭ অক্টোবর ২২ সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. নজরুল ইসলামের সমর্থনে সাতক্ষীরা তালা উপজেলার সকল নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ অক্টোবর) সকালে তালা শিল্পকলা একাডেমি হলরুমে এ নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপিতত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পদ প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান,বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু,তালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু,তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জাললপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, সদস্যারা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ১৭ ই অক্টোবর নির্বাচনে জয়লাভ করলে জেলা পরিষদের সকল বরাদ্দ ইউপি চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বার, কাউন্সিলরদের সঙ্গে নিয়ে উন্নয়নমূলক কাজ করা হবে। আমাকে ভোট দিয়ে জয়লাভ করা হলে আমার চেম্বার সব সময় উন্মুক্ত থাকবে। এসজি/ডেক্স সংবাদটি ২৪৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় মটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ২ তালায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতে ইসলামীর সহায়তা প্রদান