তালায় জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে আওয়ামীলীগ নেতার মৃত্যু প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২০ | আপডেট: ১:১৬:অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২০ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালা উপজেলায় শড়িলের কামড়ে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে আব্দুল খালেক মোড়ল নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। গেলো রাত ১১টায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মাওয়া ফেরী ঘাটে তার মৃত্যু হয়। খালেক তালা উপজেলার খলিলনগর ইউনিয়ানের ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাচু মোড়লের ছেলে। সাতক্ষীরা জেলা আওয়ালীগের সাবেক উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় তিন মাস আগে বণ্যপ্রাণী (শড়ীল) তাকে নিজ বাড়িতে ঘুমান্ত অবস্থায় কামড় দেয়। এরপর কোন প্রকার চিকিৎসা না নিয়ে স্বাভাবিকভাবেই চলা ফেরা করছিলেন তিনি। হঠাৎ বুধবার সন্ধ্যায় তিনি অস্বাভাবিক আচরণ করতে থাকেন। এসময় তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার তাকে খুলনা মেডিকেল কলেজ হাপাতালে প্রেরণ করা হয়। সেখানেও তার অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। সুন্দরবনটাইমস.কম/ডেক্স জলাতঙ্কজলাতঙ্ক রোগে মৃত্যু সংবাদটি ২৬২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় মটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ২ তালায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতে ইসলামীর সহায়তা প্রদান