তালায় ছাত্রলীগের বৃক্ষ রোপন কর্মসূচী

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০ | আপডেট: ৮:০৩:অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০
বাংলাদেশ ছাত্রলীগ তালা উপজেলা শাখার পক্ষ থেকে ৩ মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসাবে সোমবার (৬ জুলাই) ইসলামকাটি ইউনিয়ন ছাত্রলীগের সহযোগিতায় বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার দুই ধারে বৃক্ষ রোপন করা হয়।
 
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল আজিজ, ইসলামকাটি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাইয়ান সরদার, সরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শৈশব সাগরসহ ইসলামকাটি ইউনিয়ন ও তালা উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
 
এ সময় তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী জানান, উক্ত কর্মসূচীর আওতায় অত্র উপজেলায় ১০ হাজার বৃক্ষ রোপন করা হবে।

আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা