তালায় কপোতাক্ষ নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৯ | আপডেট: ৭:০৯:অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, তালা:
সাতক্ষীরা তালায় কপোতাক্ষ নদে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। ক্লিন সাতক্ষীরা,গ্রীন সাতক্ষীরা’র বাস্তবায়নে সচেতনতার সৃষ্টির লক্ষে ঐতিহ্যবাহী কপোতাক্ষ নদের তালা সদরে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে একে একে কপোতাক্ষ নদে দুই পাড়ে জরো হয় হাজার হাজার ক্রীড়ামোদি নারী-পুরুষ। প্রাচীন বাংলার ঐতিহ্যে লালিত আকর্ষণীয় এবারের নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন স্থান থেকে আগত ১০টি নৌকা। প্রথম স্থান অধিকার করেছেন তালা চরগ্রাম ময়ুরপঙ্খী ,দ্বিতীয় স্থান অধিকার করেন কলাপোতা জয় মা কালী ২, তৃতীয় স্থান অধিকার করেন কলাপোতা জয় মা কালী ১।
সাতক্ষীরা জেলা ও তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার বিকাল ৩টায় নৌকা বাইচ প্রতিযোগিতা সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তফিজুর রহমান,তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও তালা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শীদা পারভীন পাঁপড়ী,তালা থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল,জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন। তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম। নৌকা বাইচ শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/সেলিম হায়দার/তালা/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক