তালায় ইভটিজিংয়ের দায়ে যুবকের ১ বছরের সাজা

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০ | আপডেট: ৬:৩৫:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০

সাতক্ষীরায় তালায় ইভটিজিংয়ের দায়ে মোঃ আসাদুল ইসলাম আসা (৩০) নামের যুবকের ১ বছরের সাজা প্রদান করে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন এ রায় প্রদান করেন। বখাটে আসাদুল উপজেলার দোহার গ্রামের মৃতঃ সিফাতুল্ল্যাহ সরদারের ছেলে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

এলাকাবাসী জানায়, একাধিক মামলার আসামী আসাদুল ইসলাম আসা প্রায় রাস্ত-ঘাটে স্কুল-কলেজ পড়ুয়া মেয়েদের উত্ত্যক্ত করতো। বুধবার দুপুরে উত্ত্যক্তের সময় এলাকাবাসী তাকে উপজেলার মাগুরাডাঙ্গা এলাকা থেকে আটক করে পুলিশে দেয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন তাকে এক বছরের সাজা প্রদান করেন।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা