তালায় আমন ধানের বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২১ | আপডেট: ৭:৩৯:অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২১ তালায় আধুনিক পদ্ধতিতে আমন ধানের বীজ উৎপাদন সম্পর্কে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকালে সুশীলনের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় নগরঘাটার কাপাসডাংগা প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সন্জয় বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আফরোজা আক্তার রুমা, সুশিলনের জেলা সমন্বয়কারী মোঃ টিপু সুলতান, সহকারী জেলা সমন্বয়কারী দেবরঞ্জন বিশ্বাস প্রমুখ। এ সময় তালা উপজেলার কৃষিপণ্য উৎপাদক নেতৃবৃন্দসহ দেড় শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। সংবাদটি ৩৬৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত