তালায় আন্তঃ ফুটবল টূর্নামেন্টে কুমিরা হাইস্কুল চ্যাম্পিয়ন প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৯ | আপডেট: ৭:৫৮:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় ৪৮তম জাতীয় (স্কুল,মাদ্রাসা ও কারিগরি) গ্রীস্মকালীন আন্তঃ ফুটবল টূর্নামেন্টে কুমিরা বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) বিকালে কপোতাক্ষ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কুমিরা বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ২-১ গোলের ব্যবধানে তালা শহীদ কামেল হাইস্কুলকে পরাজিত করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়। পরবর্তীতে ট্রাইব্রেকারে কুমিরা বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল, উপজলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রভাষ কুমার দাশ, প্রধান শিক্ষক জগদীশ কুমার হালদার, শক্তি পদ কর, শিক্ষক মোঃ মিজানুর রহমান, মোঃ ওসমান আলী প্রমুখ।খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোঃ আসাদুল ইসলাম এবং লাইন্সম্যানের দায়িত্ব পালন করেন মাহমুদুল ইসলাম ও মোঃ মাসুম পাড়। শত শত দর্শক খেলাটি উপভোগ করেন। অপরদিকে কাবাডি (বালক) খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় এবং কাবাডি (বালিকা) কুমিরা বহুমুখী উচ্চ বালিকা বিদ্যালয় ওয়াক ওভঅর পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে। সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা আন্তঃ ফুটবল টূর্নামেন্টে সংবাদটি ২৬৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন বন্যার্তদের সাহায্যার্থে প্রীতি ফুটবল খেলায় তালা সেন্ট মেরি জয়ী সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু