তালায় আগুনে দোকান পুড়ে ছাই প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৯ | আপডেট: ১১:২২:পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন থেকে একটি মুদি দোকান পুড়ে গেছে। রোববার গভীর রাত দেড়টার দিকে উপজেলার খলিলনগর বাজারে ঘটেছে। ক্ষতিগ্রস্থ দোকান মালিক হলেন- উপজেলার খলিলনগর গ্রামের ইসলাম শেখের ছেলে সুরোত আলী শেখ (৩৫)। দোকান মালিক সুরোত আলী জানান, ‘রাতে বাজারে বেচাকেনা করে নগদ ৩৫ হাজার টাকা রেখে বাজার শেষে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। পরে রাত দেড়টার দিকে জানতে পারি যে, আমার দোকানে আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছে দেখি দোকানের নগদ টাকা, ২টি ফ্রিজসহ সকল মালামাল পুড়ে চাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। ’ তালার খলিলনগর পুলিশ ফাড়ির ইনচার্জ সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো. শহীদ রাইজিংবিডিকে জানান, রাত দেড়টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ যায় এবং এলাকাবাসীর সহযোগিতায় আগুন নেভায়। ততক্ষণে দোকানের সব পুড়ে গেছে। দোকানের ভিতর থেকে শটসার্কিটের মাধ্যমে আগুনের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সুন্দরবনটাইমস.কম/শা:গো:/সাতক্ষীরা দোকান পুড়ে ছাই সংবাদটি ২০০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় মটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ২ তালায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতে ইসলামীর সহায়তা প্রদান