তালার ১০৭নং নুরুল্লাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস বর্জন প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৯ | আপডেট: ৯:০৮:অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, তালা: সাতক্ষীরা উপজেলার ১০৭ নং নুরুল্লাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি স্বার্থন্বেষী মহলের ই›ন্ধনে শনিবার ক্লাস বন্ধ করেছে। গত ১৫ অক্টোবর বিদ্যালয়টির প্রধান শিক্ষক হিসেবে মো: আক্তারুজ্জামান যোগদানের পর শনিবার (১৯ অক্টোবর) তার প্রথম স্কুলে আসার খবরে এলাকার একটি মহলের নেতৃত্বে অভিভাবকরা এদিন তাদের সন্তানদের বই-খাতা নিয়ে আর স্কুলে পাঠায় নি। এ ঘটনায় অনেকের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। স্কুল সূত্রে জানা গেছে, শিশু শ্রেণিতে ২৫ জন,১ম শ্রেণিতে ১৪ জন, ২য় শ্রেণিতে ১০ জন,তয় শ্রেণিতে ৬ জন,৪র্থ শ্রেণিতে ১৫ জন ও ৫ম শ্রেণিতে ৯ জন মোট ৭৯ জন শিক্ষার্থী রয়েছে। তবে সকাল সাড়ে ১০ টার দিকে বিভিন্ন শ্রেণি কক্ষে গিয়ে দেখা যায়, ১ম শ্রেণিতে মাত্র ১ জন শিক্ষার্থী ও ২য় শ্রেণিতে মাত্র ১ জন শিক্ষার্থী ছাড়া অন্য কোন কক্ষে কোন শিক্ষার্থীকে উপস্থিত পাওয়া যায়নি। তবে শিক্ষকরা সকলে অফিস কক্ষেই উপস্থিত ছিলেন। এদিকে স্থানীয় স্বার্থন্বেষী মহলের দাবি,তারা উক্ত প্রধান শিক্ষককে ঐ স্কুলে চান না। তিনি থাকলে তাদের ছেলে-মেয়েদের পড়া-লেখা ভালভাবে হবেনা বলেও দাবি করেন। এ সময় তারা আরো বলেন,গত প্রায় ৩ বছর যাবৎ বিদ্যালয়টির পরিচালনা পরিষদের কোন নির্বাচন হয়নি। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা (এটিও) কে আহ্বায়ক করে গঠিত এডহক কমিটি দিয়েই চলছে এর পরিচালনা পরিষদের কার্যক্রম। এমন নানা সংকটে সর্বশেষ মডেল টেস্টে বিদ্যালয়টি থেকে ৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করলেও তাদের ১ জনও কৃতকার্য হয়নি। তাদের দাবি,বিদ্যালয়টির উন্নয়নের পাশাপাশি তাদের কোমলমতি ছেলে-মেয়েদের পড়া-লেখার মানোন্নয়নে এমন একজন প্রধান শিক্ষক চান যিনি বিদ্যালয়টিকে ভালভাবে চেনেন,জানেন ও ছেলে-মেয়েদের পড়ালেখায় মনযোগী হবেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক আক্তারুজ্জামান জানান, সংকট নিরসনে তিনি শিক্ষক-অভিভাবকদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন। তিনি আরো বলেন, আমি মাত্র শনিবার যোগদান করলাম। অচিরেই সমস্যার সমাধান হয়ে যাবে বলে তিনি আশা করেন। এ ব্যাপারে তালা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন বিষয়টি শুনে স্কুল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছি। রবিবার অফিস খুললে বিষয়টির সমাধানের চেষ্টা করা হবে। সুন্দরবনটাইমস.কম/সেলিম হায়দার/তালা/সাতক্ষীরা ক্লাস বন্ধ সংবাদটি ২১২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত