তালার সিনিয়র সাংবাদিক আব্দুল আলীমের ইন্তেকাল: তালা প্রেসক্লাবের শোক প্রকাশ প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৯ | আপডেট: ৮:৫৫:অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০১৯ তালা(সাতক্ষীরা) সংবাদদাতা: সাতক্ষীরা তালার সিনিয়র সাংবাদিক সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক কাফেলার তালা ব্যুরো প্রধান ও তালা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আব্দুল আলীম (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি..রাজিউন)। শুক্রবার বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনরত অবস্থায় তিনি মারা যান। তিনি বেশ কিছুদিন যাবত পিবিএম ভাইরাজ জনিত রোগে ভুগছিলেন। সে উপজেলার বারুইহাটি গ্রামের মৃত ছানু মোড়লের ছেলে। মৃত্যুকালে স্ত্রী ১ কন্যা ২ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার সকাল ১০ টায় বারুইহাটি গ্রামে তার জাযানা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হবে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সিনিয়র সাংবাদিক আব্দুল আলীম মৃত্যুতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি জানিয়েছেন তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন তালা সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, সাধারন সম্পাদক সরদার মশিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক তপন চক্রবর্তী, সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপী, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, অর্থ সম্পাদক এমএ ফয়সাল, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক কাজী আরিফুল হক ভুলু, ক্রীড়া সম্পাদক রোকনুজ্জামান টিপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জি এম গোলাম রসুল, সদস্য গাজী সুলতান আহম্মেদ, অর্জুন বিশ্বাস, প্রভাষক নজরুল ইসলাম, মোঃ আব্দুল জব্বার, খলিলুর রহমান লিথু, এস এম লিয়াকত হোসেন, প্রভাষক ইয়াছিন আলী, নুর ইসলাম মোঃ আকবর হোসেন, আজমল হোসেন জুয়েল, মোঃ ইলিয়াস হোসেন, মোঃ তাজমুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর হোসেন, সেকেন্দার আবু জাফর বাবু, আছাদুজ্জামান রাজু, মোঃ মিজানুর রহমান, খলিলুর রহমান, সুমন রায় গণেষ, কাজী লিয়াকত হোসেন, একে রায়হান, কামরুজ্জামান মিঠু, মোঃ রবিউল ইসলাম প্রমুখ। সাংবাদিকের মৃত্যু সংবাদটি ২৮৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় মটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ২ তালায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতে ইসলামীর সহায়তা প্রদান