তালার মাদরা অগ্রণী মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক হিরন্ময় মন্ডল প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৯ | আপডেট: ১০:৪৭:অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৯ নিজস্ব প্রতিনিধি, তালা: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সাতক্ষীরা তালার মাদরা অগ্রণী মাধ্যমিক বিদ্যালয়ে বিনা প্রতদ্বন্দীতায় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলার ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক প্রভাষক হিরন্ময় মন্ডল। রবিবার সকালে মাদরা অগ্রণী মাধ্যমিক বিদ্যালয়ে সভাপতি পদে কোন প্রতিদ্বন্দীতায় প্রার্থী না থাকায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান প্রভাষক হিরন্ময় মন্ডলকে সভাপতি হিসেবে নাম ঘোষনা করেন। পরে বিদ্যালয়ের অফিস কক্ষে নব-নির্বাচিত অভিভাবক সদস্য ও শিক্ষক সদস্যদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরজ্ঞন সরকার। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান,অত্র বিদ্যালয়ের নব-নির্বাচিত কমিটির সভাপতি হিরন্ময় মন্ডল, অভিভাবক সদস্য গৌরাঙ্গ মন্ডল,বিধান মন্ডল ,ফারুখ হোসেন,হাফিজুর রহমান,রুমা কান্তি সানা ও ছায়া রানী,শিক্ষক সদস্য রায়হান উদ্দীন,রাজীব কুমার সরকার ও কবিতা রানী সরকার প্রমূখ । এর আগে গত (২৪ আগস্ট) শনিবার অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। এদিকে মাদরা অগ্রণী মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি হিরন্ময় মন্ডল নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী। সুন্দরবনটাইমস.কম/সেলিম হায়দার/তালা অগ্রণী মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি সংবাদটি ২১২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় মটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ২ তালায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতে ইসলামীর সহায়তা প্রদান