তালার মাগুরায় শায়িত ৪ শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২১ | আপডেট: ৯:২৩:অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২১
তালা উপজেলার মাগুরা গ্রামে শায়িত ৪ শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি হিসেবে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

বুধবার (১৫ ডিসেম্বর) সকালে সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা গ্রামে শায়িত ৪ শহীদ মুক্তিযোদ্ধার কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস পালন উপলক্ষে দু’দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে প্রথম দিন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইজ্ঞিনিয়ার শেখ মুজিবুর রহমান।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মফিজ উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়ার্দার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভিন পাঁপড়ি, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরকার, মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, মাগুরা ইউপি চেয়ারম্যান গনেশ চন্দ্র দেবনাথ, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক হিরন্ময় মন্ডল, জেএসডি কেন্দ্রীয়নেতা মীর জিল্লুর রহমান, আওয়ামী লীগনেতা অধ্যক্ষ রাম প্রসাদ দাশ, মোঃ আব্দুল হান্নান, নাগরিক কমিটি নেতা সফিকুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা