তালার খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফ্ফারের নেতৃত্বে পরিচ্ছন্ন অভিযান অব্যাহত

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৯ | আপডেট: ৭:০৯:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৯

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

নিজস্ব প্রতিনিধি, তালা:
সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফ্ফার রহমানের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে প্রতিদিনই তারা কোন না কোন ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামুলক লিফলেট বিতরণ ঔষুধ স্প্রে করছেন। জনসচেতনতায় তারা গ্রামের বাড়ি-বাড়ি গিয়ে স্থানীয়দের সাথে আলোচনা সভাতেও মিলিত হচ্ছেন। যার ধারাবাহিকতায় তারা রোববার সকাল থেকে খলিষখালী ইউপি চেয়ারম্যান ও সাংবাদিক মোজাফ্ফার রহমানের নেতৃত্বে স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তি বর্গের উপস্থিতিতে জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামালের নির্দেশনায় ১থেকে ৯নং ওয়াডের বিভিন্ন বাড়ি বাড়ি উপস্থিত হন। লিফলেট বিতরণের পাশাপাশি ঔষুধ স্প্রে কারেন ও এসময় তারা পরিবারের সদস্যদের সাথে ডেঙ্গু সচতেনতায় কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফ্ফার রহমান,ইউপি সচিব শহিদুল ইসলাম, ইউপি সদস্য গনেশ বর্মন,তপন ,উত্তম কুমার দে,জালাল মোড়ল,সবুর ওসমান গনি দফাদার শের আলী প্রমূখ।
অন্যদিকে তালা উপজেলার খলিষখালী ইউনিয়ন পরিষদের সচিব শহিদুল ইসলামের নেতৃত্বে বাড়ি বাড়ি গিয়ে পরিচ্ছন্ন অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। রোববার সকালে খলিষখালী এলাকায় ইউপি সদস্য উত্তম কুমার দে ও গ্রাম পুলিশদের সাথে নিয়ে বাড়ি বাড়ি যেয়ে ডেঙ্গুর প্রজনন ক্ষেত্র ধ্বংস, পরিষ্কার পরিছন্নতা এবং জনসচেতনতা অভিযান পরিচালনা করেন । এসময় বাড়ি বাড়ি গিয়ে যে সব জায়গায় এডিস মশা বংশ বিস্তার করতে পারে সে সব জায়গা পরিস্কার করা হয় এবং সকলকে সচেতনতামুলক দিক নির্দেশনা দেয়া হয়।

 

 

 

 

সুন্দরবনটাইমস.কম/সেলিম হায়দার/তালা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক