তালার খলিলনগর ইউনিয়নে ঈদ-উল-আযাহা উপলক্ষে চাউল বিতরণ প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৯ | আপডেট: ৭:১৩:অপরাহ্ণ, আগস্ট ১০, ২০১৯ নিজস্ব প্রতিনিধি, তালা: সাতক্ষীরা তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে পবিত্র ঈদ-উল-আযাহা উপলক্ষে দুঃস্থ ও গরীব অসহায়দের জন্য ২২.৫৬০ মেট্রিক টন ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে খলিলনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাউল বিতরণ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান এসএম আজিজুর রহমান রাজু। প্রত্যেক কার্ডধারীকে ১৫ কেজি করে চাল দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ট্যাক অফিসার উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান,ইউপি সচিব জাহাঙ্গির আলম, ইউপি সদস্য প্রকাশ চন্দ্র দালাল, লিয়াকাত গাজী, মোকাম সরদার, মুজাম আলী শেখ, বিকাশ মন্ডল,বিশ্বজিৎ মোন্ডল,শেখ সিদ্দুকুর রহমান,আ্ব্দুর রব,সরদার মোকাম আলী,লেয়াকত আলী,মেহেদী হাসান,মহিলা ইউপি সদস্য মঞ্জুয়ারা খানম,ঝরণা বেগম,শিরিনা সুলতানা ও সহকারী শিক্ষক শ্যামল মহন দেবনাথ প্রমুখ। সুন্দরবনটাইমস.কম/সেলিম হায়দার/তালা ঈদ-উল-আযাহা উপলক্ষে চাউল বিতরণ সংবাদটি ২১৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় মটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ২ তালায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতে ইসলামীর সহায়তা প্রদান