তালায় মায়ের উপর অভিমান করে পঞ্চম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২১ | আপডেট: ৬:২৩:অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২১ তালা উপজেলার সদর ইউনিয়নের আটারই গ্রামে মায়ের ওপর অভিমান করে ফাহিমা সুলতানা পাখি (১৩) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার (১০ অক্টোবর ) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। মৃত ফাহিমা সুলতানা পাখি আটারই গ্রামের গরু ব্যবসায়ী জাহাঙ্গীর শেখের মেয়ে। সে মধ্য আটারই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। তার পরিবারের সূত্রে জানা গেছে, রোববার রাতে রান্না করার সময় ফাহিমার মা তাকে ঘরের কাজে সহযোগিতা করতে বলেন। কিন্তু সে কাজে সাহায্য না করে পাশের বাড়িতে টিভি দেখতে যায় সেখান থেকে বাসায় আসলে তার মা তাকে বকাবকি করেন। এতে মায়ের ওপর অভিমান করে ঘরে যেয়ে রশি দিয়ে আত্মহত্যা করেন, সেখান থেকে উদ্ধার করে তাকে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। এ ব্যাপারে তালা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। সংবাদটি ৫১০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত