ডুমুরিয়ায় মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার প্রকাশিত: ৯:১২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২২ | আপডেট: ৯:১২:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২২ খুলনার ডুমুরিয়ার একটি পুকুর থেকে মাশরাফি ফকির (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে মাদ্রাসার পাশে একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ডুমুরিয়া উপজেলার নোয়াকাটি গ্রামের মফিজুর রহমান ফকিরের ছেলে এবং ডুমুরিয়া ফুলজান্নেছা তাহফিজুল কুরআন বহুমুখী মাদ্রাসার ছাত্র। ছাত্রের পারিবারিক ও মাদ্রাসা সুত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকাল ৩টায় মাদ্রাসা ছুটির পরে সবাই নিজ বাড়ি চলে যায়। কিন্তু মাশরাফি বাড়িতে না গেলে তার বাবা মাদ্রাসার শিক্ষকসহ বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়ি খোঁজাখুঁজি করে। কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় না। পরবর্তীতে শনিবার বিকেলে মাদ্রাসার পুকুরে মাশরাফির লাশ ভাসতে দেখে। এসময় পুকুর থেকে তার মৃত লাশ তুলে নিয়ে আসে। এসময় মৃত্যু মাশরাফির নাক দিয়ে রক্ত ঝরছিলো। এব্যাপারে ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বলেন, শুক্রবার বিকেলে ছাত্রটি নিখোঁজ হয়। শনিবার বিকেলে মাদ্রাসার পুকুর থেকে তার লাশ উদ্ধার করে মাদ্রাসা কর্তৃপক্ষ। এরির্পোট লেখা পর্যন্ত লাশ সুরতহাল প্রতিবেদনের জন্য মর্গে পাঠানো হয়। সংবাদটি ২৪৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ডুমুরিয়ায় এক গৃহবধূর আত্মহত্যা ডুমুরিয়ায় দুর্গা পূজা উদযাপনে থানা পুলিশের মতবিনিময়