ডুমুরিয়ায় ইয়াবা সহ তিন যুবক আটক প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০ | আপডেট: ৯:২৯:অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০ নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা): ডুমুরিয়ায় ইয়াবা সহ তিন যুবককে আটক করেছে ডিবি পুলিশ। খুলনা জেলা গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, রবিবার বিকেলে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে খুলনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়ার নেতৃত্বে এসআই মোঃ হামিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ডুমুরিয়া থানাধীন কৈয়া ব্রীজের পশ্চিম পার্শ্বে অবস্থান করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া থানাধীন জিলেরডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাঁঁকা রাস্তার উপর থেকে গুটুদিয়া গ্রামের সাজ্জাদ বিশ্বাসের পুত্র আছাবুর বিশ্বাস (৪১), উলা গ্রামের রুস্তুম আলী কবিরাজের পুত্র রেজাউল করিম (৩৭) এবং তালতলা গ্রামের মৃত কাঙ্গাল মন্ডলের পুত্র বিদ্যুৎ মন্ডল (৩৫) কে গ্রেফতার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের এসসআই মোঃ হামিদুল ইসলাম বাদী হয়ে ডুমুরিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস ডুমুরিয়ায় ইয়াবা সহ আটকমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সংবাদটি ২৭৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু