ডুমুরিয়ায় অবৈধ পলিথিন কারখানায় জরিমানা ও সিলগালা প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০ | আপডেট: ৮:১৭:অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০ বাইরে সাইনবোর্ড রহিমা রাইচ মিল। ভিতরে বসানো হয়েছে অবৈধ পলিথিন উৎপাদনের কারখানা। আজ বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবসহ ডুমুরিয়া উপজেলার থুকড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের কিংবা অন্য কোন উপযুক্ত কর্তৃপক্ষের ছাড়পত্র ব্যতিরেকেই চলছিলো কারখানাটি। অতঃপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানার ম্যানেজার ডুমুরিয়া উপজেলার বিল পাটিলা গ্রামের অধিবাসী জনাব মোঃ শিশির হোসেন(মুন্না) (২৩) কে স্বীকারোক্তির ভিত্তিতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন’১৯৯৫ এর ৬(ক) ধারায় দোষী সাব্যস্ত করে একই আইনের ১৫(১) ধারায় ১০০০০০/-( এক লক্ষ টাকা) অর্থদণ্ড অনাদায়ে ৩(তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। পাশাপাশি প্রায় ১০০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। র্যাব-৬ এর এএসপি জনাব পহন চাকমার নেতৃত্বে র্যাবের সদস্যগণ আদালত পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন। সংবাদটি ৪১২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ডুমুরিয়ায় এক গৃহবধূর আত্মহত্যা ডুমুরিয়ায় দুর্গা পূজা উদযাপনে থানা পুলিশের মতবিনিময়