চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলু স্যার আর নেই প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৯ | আপডেট: ৭:৫৪:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা): চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকলের শ্রদ্ধেয়, হাস্যাজ্জ্বল, সদালাপনি ও প্রিয় স্যার শেখ মোঃ বজলুর রহমান (৫৫) আর নেই(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তিনি নিজ বাসভবনে হৃদ রোগে আক্রান্ত হন। এসময় দ্রুত তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষন পরেই তিনি চিকিৎসারত অবস্থায় মারা যান। মূত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। শেখ মোঃ বজলুর রহমান ছিলেন একজন নিরীহ, সদালাপনি, হাস্যাজ্জ্বল ও অতিথি পরায়ন ব্যক্তি। তিনি কর্মজীবনের শুরুতে আটলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী ইংরেজী শিক্ষক হিসাবে চাকুরি গ্রহন করেন। এরপর নিজের দক্ষতা ও যোগ্যতায় এতদাঞ্চলের ঐহিত্যবাহী স্বনামধ্য বিদ্যাপিঠ চুকনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি অত্র প্রতিষ্ঠানে বেশ সুনামের সহিত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। এদিকে বেলা সাড়ে ১০টার দিকে স্যারের লাশ বাড়িতে আনা হয়। এসময় প্রিয় স্যারের মূত্যুর সংবাদ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকায় ছড়িয়ে পড়লে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। স্যারের নিথর দেহটি এক নজর দেখায় জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষক কর্মচারী, হাজার হাজার ছাত্র-ছাত্রী ,এলাকার রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সকল পেশা শ্রেণীর মানুষ তার বাড়ির সমবেত হয়। এসময় তার বাড়ির আঙ্গিনা সহ এলাকায় কান্নার শব্দে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতরণ হয়। বিকাল সাড়ে ৩টায় নুরানিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমহিত করা হয়। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর সংবাদটি ২২৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু