চুকনগর ডিগ্রী কলেজের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৯ | আপডেট: ৭:২৭:অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৯ চুকনগর(খুলনা) প্রতিনিধি: চুকনগর ডিগ্রী কলেজের উদ্যোগে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে শোকর্যালী, গণভোজ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টায় শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের সম্বনয়ে এক শোক র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। সকাল ৯টায় কলেজ অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম জুলফিকার আলী জুলুর সভাপতিত্বে এবং শিক্ষক প্রতিনিধি অধ্যাপক মনিরুল ইসলাম ব্রাউনের পরিচালনায় এক শোকসভা অনুষ্ঠিত হয়। শোকসভায় বক্তব্য রাখেন অধ্যাপক তাপস কুমার বিশ্বাস, অধ্যাপক হাফিজ মাহমুদ, অধ্যাপক ডঃ সাইদুর রহমান, অধ্যাপক আনন্দ কুমার সরকার, প্রভাষক হুমায়ন কবির, প্রভাষক নিমাই কৃষ্ণ মল্লিক, প্রভাষক নাজমুল হোসেন, প্রভাষক অসীম ভট্রাচার্য, প্রভাষক ইয়াসিন আহম্মেদ, আটলিয়া ইউনিয়ন যুবলীগের ১ম যুগ্ম আহবায়ক সম ইকবল হোসেন সালাম, কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান হুসাইন, বিপ্লব ঘোষ, সোহাগ হোসেন, সম আব্দুল্লাহ প্রমুখ। শোকসভায় ১৯৭১সালের ২০মে চুকনগর পাতোখোলা বিলে পাকিস্থানী হানাদার বাহিনীর গুলিতে নির্মমভাবে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর চুকনগর ডিগ্রী কলেজের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন সংবাদটি ৩০৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু