চুকনগরে রাতের আধারে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ, প্রায় ১০লক্ষ টাকার মাছ নষ্ট প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, মে ২৯, ২০১৯ | আপডেট: ৫:৫৪:অপরাহ্ণ, মে ২৯, ২০১৯ চুকনগর(খুলনা) সংবাদদাতা: চুকনগরে রাতের আধারে এক ব্যক্তির ২টি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করেছে দূবৃর্ত্তরা। প্রায় ১০লক্ষ টাকা মাছ নষ্ট হয়ে গেছে। বাকরুদ্ধ হয়ে পড়েছে ঘের ব্যবসায়ীর পুরো পরিবার। জানা যায়, ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া মৃত তকব্বর আলী গাজীর পুত্র আব্দুস সবুর গাজী লীজ চুক্তিপত্রের মাধ্যমে মোসকুড়া বিল নামক স্থানে দীর্ঘদিন ধরে ২টি ঘের করে আসছে। কিন্তু মঙ্গলবার দিবাগত রাতে কোন এক সময় কে বা কারা তার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করেছে। এতে তার প্রায় ১০লক্ষ টাকার ছোট বড় বাগদা,গলদা ও বিভিন্ন প্রজাতির সাদা মাছ মরে সাবাড় হয়ে গেছে। এমনকি মাটির নিচের কুচে গুলোও মরে ভেসে উঠেছে। এছাড়া ইতোপূর্বে বেশ কয়েকবার তার ঘেরে শত্রুতামূলকভাবে বিষ প্রয়োগ করা হয়েছে। জানাযায় আব্দুস সবুর সারা বছরের উর্পাজনের সকল অর্থ সম্পদ ব্যয় করে আয়ের একমাত্র শেষ অবলম্বন হিসাবে ঘের ২টি নিয়ে বেঁচে ছিল। কিন্তু এভাবে রাতের আধারে একের পর এক বিষ প্রয়োগ করে মাছ মেরে দেয়ায় পুরো পরিবার হতাশায় বাকরুদ্ধ হয়ে পড়েছে। নিঃস্ব হয়ে গেছে পরিবারটি। কোনক্রমের এত বড় ক্ষতি মেনে নিতে পারছে না তারা। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর মৎস্য ঘেরে বিষ প্রয়োগমৎস্য নিধন সংবাদটি ২৮৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু