চুকনগরে যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালন প্রকাশিত: ৯:১৯ পূর্বাহ্ণ, মে ২, ২০১৯ | আপডেট: ৯:১৯:পূর্বাহ্ণ, মে ২, ২০১৯ চুকনগর(খুলনা) সংবাদদাতা: চুকনগরে ৫নং আটলিয়া ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে মে দিবস পালন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় র্যালী শেষে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি গাজী আব্দুল হামিদের সভাপতিত্বে অনু্িষ্ঠত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুস্তাফিজুর রহমান দুলু, প্রভাষক জিএম ফারুক হোসেন, প্রভাষক গোবিন্দ ঘোষ, সরদার শরিফুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, কেএম মফিজুল ইসলাম,বাবলুর রহমান, আঃ রশিদ গাজী, রফিকুল ইসলাম প্রমুখ। সকাল ৯টায় চুকনগর বাজার ইলেকট্রিশিয়ান সমবায় সমিতির উদ্যোগে মে দিবস পালন উপলক্ষ্যে র্যালী শেষে অফিস কক্ষে অত্র কমিটির সভাপতি আসাদুজ্জামান জোয়াদ্দারের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিআরবি কেবল ইন্ডাসট্রিস এর মার্কেটিং ম্যানেজার বিষ্ণুপদ পাল। প্রধান বক্তার বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী ও অত্র কমিটির প্রধান উপদেষ্টা সাংবাদিক সুমন ব্রহ্ম। বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক গাজী বিলাল হোসেন, ক্যাশিয়ার শ্যামল বিশ্বাস, মিন্টু সরদার, শেখ মফিজ, লাবলুর রহমান, মফিজ মোড়ল, আসাদুজ্জামান প্রমুখ। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর চুকনগরে মে দিবস পালনমে দিবস-2019 সংবাদটি ২৪০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী