চুকনগরে মুক্তি সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালন প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৯ | আপডেট: ৪:২০:অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা): নারী ও শিশু ধর্ষণ এবং সকল যৌন সহিংসতার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালন উপলক্ষ্যে চুকনগরে মুক্তি সংস্থার উদ্যোগে মানববন্ধন, র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে মানব বন্ধন ও র্যালি শেষে চুকনগর বাসষ্ট্যান্ড চত্ত্বরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তি সংস্থার নির্বাহী পরিচালক অর্চনা দাস। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ প্রতাপ কুমার রায়। বক্তব্য রাখেন অধ্যাপক গোপাল কৃষ্ণ সরকার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য কুলসুম বেগম, বাংলাদেশ দলিত ফোরামের সভাপতি অমল কুমার দাস, মুক্তি সংস্থার সমন্বয়কারী বাসুদেব দাস, রতন দাস, গৌতম দাস, জয়দেব দাস, সুচমিতা মজুমদার, প্রতিভা সংস্থার পরিচালক গোপালী দাস প্রমুখ। প্রতিবাদ সভায় আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় ছিল নারী ও শিশু ধর্ষণ এবং সকল যৌন সহিংসতার বিরুদ্ধে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর সংবাদটি ২৭৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু