চুকনগরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২২ | আপডেট: ৭:২৭:অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২২ চুকনগরে আবুল হোসেন নামে বিদ্যুৎ স্পৃষ্টে ষাট বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে ডুমুরিয়া উপজেলার মালতিয়া ইটভাটা আবাসিক এলাকার বস্তিতে বসবাস করতেন। জানা যায়, আবুল হোসেন ও তার স্ত্রী চুকনগর বাজারের পরিচ্ছন্ন কর্মী। শুক্রবার বাজারে কাজ শেষে রাত ১২টার দিকে বাসায় ফিরছিলেন তিনি। পথিমধ্যে বিদ্যুতের ছেড়া তাঁরে বেঁধে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসী জানায়, এক ব্যক্তি বাড়ি থেকে বিদ্যুতের তার টেনে মৎস্য ঘেরে নিয়ে গেছে। কোন কারনে ওই তাঁর ছিড়ে রাস্তায় পড়ে ছিল। আবুল হোসেন অন্ধকারে বাড়ি যাওয়ার সময় ওই তাঁর পায়ে জড়িয়ে তিনি তড়িতাহত হন। ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান বলেন, খবর পেয়ে থানার পরিদর্শক (তদন্ত) কে ঘটনাস্থলে পাঠানো হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। সংবাদটি ৪৫১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু