চুকনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি শীর্ষক কার্যক্রমে বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার গ্রহন প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৯ | আপডেট: ৬:৩৯:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা): চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি” শীর্ষক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে শেখ আবুল কালাম মহিউদ্দীন নামে এক বীর মুক্তিযোদ্ধা, অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম নামে এক মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনকারী ব্যক্তি এবং শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী দৌলাতুননেছা দুলুর সাক্ষাৎকার গ্রহন করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে বিদ্যালয় শ্রেণী কক্ষে অনুষ্ঠিত সাক্ষাৎকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মিনতি কুন্ডু। বক্তব্য রাখেন অভিভাবক সদস্য সাংবাদিক শংকর ঘোষ, সহকারী প্রধান শিক্ষিকা অর্পনা কর্মকার, শিক্ষক আব্দুল লতিফ মোড়ল, হালিমা আক্তার, শামীমা শিরিন মিলু, রেহেনা সুলতানা. জয়দেব নন্দী, মৌঝুরী চৌধুরী, হাফিজুর রহমান, আজিজুর রহমান, অর্জয় ব্রষ্ম, মিনারা ইসলাম, মিলন কবিরাজ, শরীফ উদ্দীন, বাসুদেব রায়, নন্দিতা শিকদার, রবিউল ইসলাম, আতিয়ার রহমান প্রমুখ। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ সংবাদটি ২২৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু