চুকনগরে পাওনা টাকা চাইতে গিয়ে যুবককে হাতুড়ী দিয়ে পিটিয়ে জখম

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, মে ২৮, ২০১৯ | আপডেট: ৮:১৮:অপরাহ্ণ, মে ২৮, ২০১৯

চুকনগর(খুলনা) সংবাদদাতা: চুকনগরে পাওনা টাকা চাইতে গিয়ে এক যুবককে হাতুড়ী দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত আনুমানিক ৯টার দিকে কাঁঠালতলা বাজারে তাকে একটি দোকানের ভিতরে ধরে নিয়ে গিয়ে পিটিয়ে জখম করা হয়। ডুমরিয়া থানায় মামলা দায়ের।
আহত যুবকের বড় ভাই সবুজ শেখ জানায়, তার ছোট ভাই কুলবাড়িয়া গ্রামের গিয়াস উদ্দিন শেখের পুত্র সজল শেখ(২২) সোমবার রাত আনুমানিক ৯টার দিকে কাঁঠালতলা বাজারে কুলবাড়িয়া গ্রামের রমজান আলী শেখের পুত্র শাকিল শেখ ও আব্দুস সাত্তার শেখের পুত্র সোহেল শেখের কাছে তার পাওয়া টাকা চায়। এসময় তারা উত্তেজিত হয়ে একটি দোকানের ভিতরে ধরে নিয়ে গিয়ে হাতুড়ী দিয়ে মাথা, বুক, পেট, পিট ও গলায় এলোপাতাড়ীভাবে পিটিয়ে জখম করে। গুরুত্বর আহত অবস্থায় তাকে তৎক্ষণাৎ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তার অবস্থায় আশংকাজনক। এ রির্পোট লেখা পর্যন্ত ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক