চুকনগরে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস খাদে: শিশু ও মহিলাসহ আহত ১২ জন প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২০ | আপডেট: ৯:৪০:অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২০ চুকনগরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে খুলনার চুকনগরে দ্রুতগতি সম্পন্ন বাস নিয়ন্ত্রণ হারিয়ে আবারও খাদে পড়েছে। শিশু ও মহিলাসহ আহত হয়েছে ১২ জন। বুধবার দুপুরের দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বরাতিয়া গ্রামের মোবাইল টাওয়ারের সন্নিকটে এ দূর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার(৫ আগষ্ট) দুপুরের দিকে খুলনা থেকে ছেড়ে আসা (খুলনা মেট্রো-ড-১১-৮৮৯৩) একটি বাস ঘটনাস্থলে এসে প্রচন্ড বৃষ্টিপাতের কারণে মহাসড়কের উপর ঘুরানো একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে খাদে ছিটকে পড়ে। এ দূর্ঘটনায় শিশু মহিলাসহ প্রায় ১২ জন কমবেশি আহত হয়েছে। আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এ রির্পোট লেখা পর্যন্ত একজন মহিলার অবস্থা আশঙ্কাজনক ছিল। সড়ক দূর্ঘটনা সংবাদটি ৮৬০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু