চুকনগরে ট্রাক মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধা মহিলা নিহত প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৯ | আপডেট: ১০:৩৩:অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা): চুকনগরে ট্রাক মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছে। ম্ঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে চুকনগর খুলনা মহাসড়কের বরাতিয়া মোড় নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। চুকনগর হাইওয়ে পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ এএসআই হুমায়ন আহম্মেদ জানায়,ম্ঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে চুকনগর খুলনা মহাসড়কের বরাতিয়া মোড় নামক স্থানে চুকনগর থেকে ছেড়ে যাওয়া অজ্ঞাতনামা একটি ট্রাক ও খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে যশোর জেলার কেশবপুর উপজেলার চিংড়া গ্রামের আবুল সানার স্ত্রী আমিনুন্নেছা (৬৫) নামে এক বৃদ্ধা মহিলা ঘটনাস্থলেই নিহত হয়। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর নিরাপদ সড়ক চাইসড়ক দূর্ঘটনা সংবাদটি ২৬০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু