চুকনগরে জন্মাষ্টামী উৎযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও খাদ্য সামগ্রী বিতরণ প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২০ | আপডেট: ৮:৩৮:অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২০ চুকনগর শ্রী শ্রী সর্বমঙ্গলা মাতৃমন্দির তীর্থ কমপ্লেক্রের উদ্যোগে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টামী উৎযাপন উপলক্ষ্যে ধর্মীয় আলোচনা সভা এবং গরীব অসহায় ও দূস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে মন্দির কমপ্লেক্রে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রী শ্রী সর্বমঙ্গলা মাতৃমন্দির তীর্থ কমপ্লেক্রের সভাপতি, আটলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এ্যাডঃ প্রতাপ কুমার রায়। বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক জয়দেব মন্ডল, উপদেষ্টা মাষ্টার আশুতোষ নন্দী, প্রহ্লাদ ব্রহ্ম, স্বপন দেব, অরুন নন্দী, জয়দেব আঢ্য, ডুমুরিয়া উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পূজা উৎযাপন কমিটির সাধারণ প্রভাষক গোবিন্দ ঘোষ, কৃষ্ণ নন্দী, সাংবাদিক সুমন ব্রহ্ম, বিধান তরফদার, রতন ঘোষ, মুকুন্দ অধিকারী, অসীত পাল, সঞ্জীত চক্রবর্তী, পুরোহীত তাপস উপধ্যায় প্রমুখ। গীতা পাঠ করেন ধীরেন্দনাথ চক্রবর্তী। আলোচনা সভা শেষে গরীব, অসহায় ও দ্স্থুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সংবাদটি ৬৩১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু