চুকনগরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২০ | আপডেট: ৫:৩৪:অপরাহ্ণ, মার্চ ৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা):
কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদিউজ্জমান রাসেল ও নোয়াখালীর বেগমগঞ্জের ছাত্রলীগ কর্মী রাকিব হোসেন হত্যার প্রতিবাদে চুকনগরে আটলিয়া ইউনিয়ন ছাত্রলীগ ও চুকনগর ডিগ্রী কলেজ ছাত্রলীগের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাসষ্ট্যান্ড চত্ত্বরে ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সম তরিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি কে এম মফিজুল ইসলাম।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের কৃষি বিষয়ক সম্পাদক শেখ মাহাবুব আলম সোহাগ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের ১ম যুগ্ম আহবায়ক সম ইকবল হোসেন সালাম ও যুগ্ম আহবায়ক বিশ্বজিৎ মজুমদার। ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন ওলিয়ার রহমান, রফিকুল ইসলাম, এম এম ইয়াসিন, শাহারিয়ার হোসেন রিয়াদ, আহম্মেদ রনি, মুস্তাফিজুর রহমান সোহাগ, কৌশিক সরকার, সবুজ খান, সুমন খান, দিপু ঘোষ, অনিক হাসান তসলিম, এস এম শাকিব, সুজিত পাল, বিএম ইয়াসিন, সবুজ, আকাশ, রাকিব, রামপাল, রায়হান প্রমুখ।

সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক