চুকনগরে চুরি করে পালিয়ে যাওয়ার সময় বাঁধা দেয়ায় ৩জন মেরে জখম প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০ | আপডেট: ৪:৫৩:অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০ চুকনগরে পাওয়া টাকা ফেরত না দিয়ে ভাড়াটিয়া বাড়ি থেকে চুরি করে পালিয়ে যাওয়ার বাঁধা দেয়ায় ৩জন মেরে জখম করা হয়েছে। এঘটনায় বাড়ির গেটও ভেঙ্গে ফেলার চেষ্টা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ডুমুরিয়া উপজেলার চুকনগর শহরের গোলাম রোডের একটি ভাাড়াটিয়া বাড়িতে। মৃত শওকাত আলী গাজীর কন্যা ফিরোজা বেগম জানায়, অসহায় অবস্থায় প্রায় ১৫বছর আগে আলতাফ হোসেন নামে এক ব্যক্তি তার স্ত্রী ফরিদা বেগম ও সন্তানকে নিয়ে তাদের বাড়িতে আশ্রয় গ্রহন করে। দীর্ঘদিন ভাড়াটিয়া হিসাবে থাকার কারণে তাদের সাথে ভাল সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে আর্থিক লেনদেনও শুরু হয়। তারই ধারাবাহিকতায় ফিরোজা বেগমের কাছ থেকে ফরিদা বেগম ১লক্ষ ৫০হাজার টাকা ধার হিসাবে নেয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই তাদের সম্পর্কের অবনতি হলে ফিরোজা বেগম টাকা ফেরত চাওয়ায় সময় প্রার্থনাসহ টাকা না দেয়ার নানা তালবাহানা করতে থাকে। এঘটনায় ফরিদা বেগম টাকা ফেরত না দেয়ার হীন মানষিকতায় উল্টো খুলনা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের তদন্তে এসে বিষয়টি যাচাই বাচাই করে একটি সুষ্টু সমাধানের লক্ষ্যে জেলা আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলামকে প্রধান করে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপর দায়িত্ব অর্পন করেন। অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম আগামী ৯জুলাই বৃহস্পতিবারে উভয় পক্ষকে নিয়ে একটি সুষ্টু সমাধানের দিন ধায্য করেন। কিন্তু আলতাফ হোসেন ও ফরিদা বেগম সকল সিদ্ধান্ত অমান্য করে সোমবার দুপুরের দিকে মালামাল নিয়ে চুরি করে পালিয়ে যাওয়ার সময় বাড়ির মালিক পক্ষ বিষয়টি জানতে পারার গ্রেটটি বাইরে থেকে তালা মেরে দেয়। এঘটনায় তারা উত্তেজিত হয়ে ও কয়েকজন বহিরাগতদের সহযোগীতায় বাড়ির মালিক ফিরোজা বেগম, মাতা আছিয়া বেগম ও পুত্র আবিদ হাসানকে এলোপাতাড়ি মেরে আহত করে এবং বাড়ি প্রবেশের গেটটি ইট ও লাঠি দিয়ে ভেঙ্গে ফেলার চেষ্টা করে। এব্যাপারে ফরিদা বেগম তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে। সংবাদটি ৪৯৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু