চুকনগরে গোয়াল ঘরের গেটের তালা ভেঙে গরু চুরির চেষ্টা: গৃহকর্তাকে কুপিয়ে জখম প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, মার্চ ২, ২০২০ | আপডেট: ৯:২৮:অপরাহ্ণ, মার্চ ২, ২০২০ নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা): চুকনগরে গভীর রাতে গোয়াল ঘরের গেটের তালা ভেঙে দুঃসাহসিক গরু চুরির চেষ্টা করে ব্যর্থ হয়েছে গরু চোর সিন্ডিকেটের সদস্যরা। গরু চুরি করতে ব্যর্থ হয়ে গরুর মালিককে কুপিয়ে জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ডুমুরিয়া উপজেলার মালতিয়া গ্রামে। উপজেলার মালতিয়া গ্রামের আল আমীন জানায়, তার পিতা আবু সাইদ শেখ রবিবার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘুম থেকে জেগে বাইরে আসে। বারান্দায় এসে তিনি দেখতে পান উঠানে একজন লোক দাঁড়িয়ে আছে। অন্ধকারের ভিতর তিনি ছুটে গিয়ে তাকে জাপটে ধরেন। ততক্ষণে অন্যান্য চোরেরা গোয়াল থেকে একটি গরু বের করে আনে। আর একটি গরু বের করার উপক্রম প্রায়। এসময় এক চোরকে জাপটে ধরা তার পিতা আর্তচিৎকার দিলে গরু ছেড়ে দিয়ে জাপটে ধরা চোরকে ছাড়ানোর জন্য তাকে পিছন থেকে একজন পিঠে ছুরি মেরে দেয় এবং অন্যান্য চোরেরা তাকে লোহার রড ও হাতুড়ি দিয়ে এলো পাতাড়ি পিটাতে থাকে। এসময় চোরকে ছেড়ে দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে তার পিতা। এসময় চোরেরা নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করে। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস সংবাদটি ৩০৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু