চুকনগরে এসকেবি নামে একটি ইটের ভাটা জোর পূর্বক দখল করে নেয়ার অভিযোগ প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৯ | আপডেট: ১০:৩৫:অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা): খুলনার চুকনগরের কুলবাড়িয়া এলাকায় অবস্থিত এক ব্যক্তির এসকেবি নামে ইটের ভাটা জোর পূর্বক দখল করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভাটা মালিকের কন্যা শিরিনা খাতুন বাদী হয়ে সদর থানায় একটি সাধারণ ডাইরী করেছেন। যার নং-৪৮৯। প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার বরাতিয়া মৌজার কুলবাড়িয়া গ্রামে খুলনার রুপসা থানার শোলপুর গ্রামের সিরাজ খান নামে এক ব্যক্তি ক্রয় সুত্রে এসকেবি নামে একটি ভাটা করে আসছেন। কিন্তু ২০১৮ সালের ১১ জুলাই খালিশপুর থানার মৃত রশিদ মিয়ার পুত্র আব্দুর হাই বাহার(৪৯), ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের জহুরুল হক গাজীর পুত্র আক্তারুজ্জামান(৪৮), একই উপজেলার মৃত ইমান শেখের পুত্র ইয়াসিন শেখ, যশোর সদর থানার বিপ্লব নাথ মন্ডলের পুত্র বিজয় কৃষ্ণ মন্ডল মৃত মোকছেদ বিশ্বাসের পুত্র আব্দুর রশিদ সহ কয়েক জন ইট ভাটায় স্বশস্ত্র হামলা চালিয়ে চাঁদা দাবি করে এবং প্রতিষ্ঠানে কর্মতর কর্মচারীদের পিটিয়ে জখম করা সহ মামলা করে। এরপর ২০১৮সালের ২৩ অক্টোবর বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে প্রায় কোটি টাকার মালামাল সহ ভাটাটি দখল করে নেয় তারা। এঘটনায় বাদীনীর পিতা সিরাজ খান গত ২৫অক্টোবর পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গত ১২সেপ্টেম্বর জেলা প্রশাসক বরাবর আরও একটি লিখিত অভিযোগ দায়ের করেন। যার নং-৯৬৮। এরপর ২০১৯ সালের ১৮জুলাই দূনীতি দমন কমিশন বরাবর আরেকটি লিখিত অভিযোগ দায়ের করেন। যার নং-২৫১/১৯। কিন্তু কোন প্রতিকার না পেয়ে খুলনা জেলা জজ আদালতে দূনীতি দমন আইনে আরও একটি মামলা রুজু করেন। যার নং- ৮১১/১৯। উক্ত মামলার অধিকতর শুনানীর জন্য ১০অক্টোবর ধার্য্য দিন থাকায় বাদীনী, তার পিতা, মাতা ও ছোট বোন একত্রে আদালতে গেলে তাদেরকে হুমকী ও গালিগালাজ করা এবং মামলা তুলে সহ জীবননাশের হুমকী দেয়া হয়। বর্তমানে বাদীনীর ছোট বোন এসএসসি পরীক্ষার্থী হওয়ার সত্ত্বেও বিবাদীদের ভয়ে খুলনার ফাতেমা উচ্চ বালিকা বিদ্যালয়ে যেতে পারছে না। একারণে বর্তমানে পুরো পরিবারটি অনিশ্চিত ভবিষ্যতের মধ্য দিয়ে জীবন যাপন করছে। তাই উদ্ধোর্তন কর্তৃপক্ষের কাছে সিরাজ খানের কন্যা শিরিনা খাতুনের দাবি অনতিবিলম্বে তার পিতার ইটের ভাটাটি ফিরিয়ে দেয়া সহ তাদের জীবনের নিশ্চয়তা প্রদান করা হোক। এব্যাপারে হাই বাহার বলেন আমি গুটুদিয়ার আক্তারুজ্জামান টুটুল নামে এক ব্যক্তির কাছ থেকে কাগজ পত্র দেখে ভাটাটি কিনেছি। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর সংবাদটি ২৩৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু