চুকনগরে এবার কাচামালের দোকানে দূঃসাহসিক চুরি: খোয়া গেছে প্রায় ৩০ হাজার টাকা

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৯ | আপডেট: ৫:৩০:অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৯

চুকনগর(খুলনা) সংবাদাতা:
চুকনগরে এক কাঁচামাল ব্যবসায়ীর দোকান থেকে প্রায় ৩০হাজার টাকা চুরি করে নিয়ে গেছে চোর সিন্ডিকেটের সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার সারাদিনের মালামাল বিক্রয়ের টাকা বস্তা সহ নিয়ে যাওয়া হয়েছে।
কাঁচামাল ব্যবসায়ী টিনা জানায়,মঙ্গলবার সাপ্তাহিক হাটবার হওয়া সারাদিন মাল বিক্রয়ের সকল টাকা চৌকির নিচে বিচানো বস্তার মধ্যে রেখে তিনি একটু বাইরে যান। এ সুযোগে কে বা কারা বস্তা সহ টাকা গুলো নিয়ে চলে যায়। তিনি দোকানে ফিরে এসে টাকা গুলো না পেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে এবং দোকানে গড়াগড়ি দিয়ে জোরে জোরে কাঁদতে থাকে। এ সময় বাজারের শত শত ব্যবসায়ী ঘটনাস্থলে এসে তাকে শান্তনা দিতে থাকে। উলে­খ্য গত ১ মাসের মধ্যে চুকনগর শহর থেকে আরও দুটি বড় ধরণের চুরির ঘটনা ঘটে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

st/g.a.k/chuk/5.18 pm


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক