চুকনগরে আপন ভাতিজার ছাগল বাঁশ দিয়ে পিটিয়ে মেরেছে চাচা প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, মে ২, ২০১৯ | আপডেট: ৮:৫০:অপরাহ্ণ, মে ২, ২০১৯ চুকনগর(খুলনা) সংবাদদাতা: চুকনগরে বাড়ির আঙ্গিনায় ছাগল যাওয়ার অপরাধে আপন বড় ভাইয়ের ছেলের প্রায় ১০হাজার টাকা মূল্যের একটি ছাগল বাঁশ দিয়ে পিটিয়ে মেরেছে চাচা। আরেকটি ছাগল পিটিয়ে জখম করেছে। বর্তমানে এটি মুতূর্ষ অবস্থায় বাড়িতে ফেলানো হয়েছে। ঘটনাটি ঘটেছে ডুুমুরিয়া উপজেলার বয়ারসিং গ্রামে (চ্যাংমারী)। সরজমিনে গিয়ে জানাযায়, গতকাল বিকালে উপজেলার চ্যাংমারী গ্রামের ভীম চন্দ্র ঢালীর পুত্র অনাথ ঢালীর স্ত্রী অনিমা ঢালী জানায়, তার দুটি ছাগল মাঠ থেকে ঘাষ খেয়ে বাড়ি ফেরার পথে তার চাচা শ্বশুর মৃত বিষ্ণুপদ ঢালীর পুত্র রবীন্দ্রনাথ ঢালীর বাড়ির আঙ্গিনায় প্রবেশ করলে তিনি প্রচন্ড রেগে গিয়ে তার দুটি ছাগলের মধ্যে একটি ছাগল পিটিয়ে মেরে ফেলেছে এবং আরেকটি ছাগল মেরে জখম করেছে। সেটার অবস্থা আশংকাজনক। এঘটনায় অনাথ ঢালী বাদী হয়ে বিচার চেয়ে আটলিয়া ইউপি চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ করেন। এব্যাপারে রবীন্দ্রনাথ ঢালী বলেন,আমি মেরে ফেলার জন্য ছাগল দুটি মারেনি। কিন্তু কিভাবে একটি ছাগল মারা গেল বুঝতে পারছি না। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর চুকনগরে আপন ভাতিজার ছাগল বাঁশ দিয়ে পিটিয়ে মেরেছে চাচা সংবাদটি ৩২২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু