‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ বাস্তবায়নে সপ্তাহব্যাপী নাট্য উৎসব শুরু ২৪ অক্টোবর প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৯ | আপডেট: ৪:৩১:অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ বাস্তবায়ন ও দুর্নীতিমুক্ত সাতক্ষীরা গড়ার প্রত্যয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে এবার সপ্তাহব্যাপী নাট্য উৎসবের আয়োজন করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ‘নাটক জীবনের কথা বলে, নাটক হোক সমাজ বিকাশের হাতিয়ার’ স্লোগানকে সামনে রেখে ২৪ অক্টোবর সন্ধ্যায় এই নাট্য উৎসব শুরু হবে। শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাট্য উৎসবের উদ্বোধনী দিনে মঞ্চস্থ হবে নাটক ‘কবর’। ২৫ অক্টোবর মঞ্চস্থ হবে নাটক ‘রক্ত কবরী’। ২৬ অক্টোবর নাটক ‘ওরা কদম আলী’, ২৭ অক্টোবর নাটক ‘১৯৭১’ ও ‘সাত পাগলের হাট’, ২৮ অক্টোবর নাটক ‘মাইকেল মধুসূদন’, ২৯ অক্টোবর নাটক ‘বউ’ ও ‘এবং কালো মানুষ’, ৩০ অক্টোবর নাটক ‘সত্যি ভূতের গল্প’ ও ‘ফুটপাত’ এবং ৩১ অক্টোবর মঞ্চস্থ হবে নাটক ‘ডালিম কুমার’। পরিবার পরিজন নিয়ে সপ্তাহব্যাপী এই নাট্য উৎসব উপভোগে জেলাবাসীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। সুন্দরবনটাইমস.কম/শা:গো:/সাতক্ষীরা সংবাদটি ১৭৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় মটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ২ সাতক্ষীরায় জিপি, পিপি ও নারী-শিশু পিপিসহ ৩৪ আইন কর্মকর্তা নিয়োগ