কেশবপুরে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২০ | আপডেট: ৭:২৩:অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২০ মশিয়ার রহমান, কেশবপুর(যশোর): যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে । এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে । কেশবপুর থানা পুলিশ জানায়, শনিবার সকালে ওসি মোঃ জসীম উদ্দীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ২ জন মাদক ব্যবসায়ী মটরভ্যান যোগে গাঁজা নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছে । এমন সংবাদের ভিত্তিতে ওসির নির্দেশে থানার এস আই মেহেদী হাসান ও এ এস আই আবদুস সালামের নেতৃত্বে একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে উপজেলার বাদুড়িয়া মোড় নামক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করে । এসময় মটরভ্যানের বডি তল্লাশি করে লুকিয়ে রাখা প্যাকেটে মোড়ানো ৭ কেজি গাঁজা উদ্ধার করে এবং দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় । থানায় জিজ্ঞাসাবাদে তারা ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আড়িয়াকান্দি গ্রামের আমিরুল ইসলাম (৪০) ও সাতক্ষীরা জেলার পাটকেলঘাটার কুমিরা গ্রামের সেকেন্দার আলী (৪৫) বলে জানান । কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন বলেন, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় । তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং গ্রেফতারকৃতদেরকে যশোর আদালতে পাঠানো হয়। সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক সংবাদটি ৩০৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু