কেশবপুরে স্বাস্থ্য সহকারী করোনায় শনাক্ত: মোট ৪ জন প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০ | আপডেট: ৭:০৪:অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০ যশোরের কেশবপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের স্বাস্থ্য কর্মীর পর এবার এক স্বাস্থ্য সহকারী করোনায় আক্রান্ত হয়েছেন । এ নিয়ে কেশবপুর উপজেলায় মোট ৪ জন করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে । আক্রান্ত ব্যক্তিরা হলেন, কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের এক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ১ জন স্বাস্থ্য কর্মী, ধর্মপুর গ্রামের ১ গৃহবধূ ও ইমাননগর গ্রামের ১ মাদ্রাসা ছাত্রের করোনা রোগের লক্ষণ পাওয়া গেছে । আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন ঘোষণা করেছে কেশবপুর উপজেলা প্রশাসন। কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, গত ২৩ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করে মেডিকেল টেস্টের জন্য পাঠানো হয় । মেডিকেল রিপোর্টে তাদের পজিটিভ পাওয়া যায় । তাদের দুইজনকে কেশবপুর হাসপাতালে করোনা আইসোলেশনে রাখা হয়েছে। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনারুল ইসলাম বলেন, সোমবার আর একজন স্বাস্থ্য সহকারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন । তাকেও হাসপাতালে করোনা আইসোলেশনে রাখা হয়েছে । তার বাড়ি উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে । এর পূর্বে কেশবপুরের ইমাম নগর গ্রামের এক মাদ্রাসা ছাত্রের রিপোর্টে পজেটিভ আসে। এই নিয়ে কেশবপুরে মোট ৪ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। করোনা ভাইরাস সংবাদটি ৩৫৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু