কেশবপুরে সর্দি-জ্বরে আক্রান্ত একজন হাসপাতালে ভর্তি: করোনা সন্দেহে এলাকায় আতংক

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০ | আপডেট: ৭:৩৬:অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০

মশিয়ার রহমান, কেশবপুর(যশোর):
করোনা ভাইরাস আতংকে কেশবপুরে সাধারণ জ্বর, সর্দি-কাশির রোগীরা চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। উপজেলার পাচপোতা গ্রামে সর্দি-জ্বরে আক্রান্ত মিলন সিংহ নামে এক ব্যক্তিকে এক সপ্তাহ ধরে চিকিৎসকরা এড়িয়ে যেতে থাকলে করোনা আতংকে ওই গ্রামের বাসিন্দারা নির্ঘুম রাত কাটাতে থাকে। অবশেষে পুলিশের সহযোগিতায় অসহায় পরিবারের সংকটাপন্ন ওই ব্যক্তিকে সোমবার(৩০ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

আক্রান্তের ছেলে তিলক সিংহ জানায়, উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের পাচপোতা গ্রামের ধান-চালের চাতাল শ্রমিক মিলন সিংহ ১৯ মার্চ সর্দি-জ্বরে আক্রান্ত হয়। এরপর মঙ্গলকোট বাজারে স্থানীয় ডাক্তার দিয়ে চিকিৎসা করানো হয়। কিন্ত তার অবস্থার উন্নতি না হওয়ায় রোববার তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এর ১৫ মিনিট পর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিয়ে খুমেক হাসপাতালে রেফার্ড করেন। রোববার দুপুরের দিকে তাকে খুমেক হাসপাতালে নেওয়ার পর জরুরী বিভাগে কর্তব্যরত ব্যক্তিরা ডায়বেটিক হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়। কিন্ত ডায়বেটিক হাসপাতাল গেটের দারোয়ান তাকে ঢুকতে না দেওয়ায় পুনরায় খুমেক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক দূর থেকে তার ব্যবস্থাপত্র দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়।

এ দিকে গ্রামে ফেরার পর মানুষের মুখে মুখে প্রচার হলে চারিদিকে করোনা ভাইরাস আতংক ছড়িয়ে পড়ে। ফলে গ্রামবাসি ওই পরিবারকে এড়িয়ে চলতে থাকে। অবশেষে তার পরিবার বিভিন্ন স্থানে যোগাযোগ করলেও কোন সহযোগিতা না পেয়ে সাংবাদিকদের বিষয়টি জানানো হয়। সাংবাদিকদের পক্ষ থেকে কেশবপুর থানার ওসিকে ঘটনাটি জানানো হলে তিনি অফিসার পাঠিয়ে তাকে বাড়ি থেকে এনে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করেন।

কেশবপুর থানার ওসি জসিম উদ্দিন বলেন, সাংবাদিকরা জানালে উপপরিদর্শক ফজলে রাব্বিকে পাচপোতা গ্রামে মিলন সিংহের বাড়িতে পাঠিয়ে তাকে এনে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলমগীর হোসেন বলেন, রোববার তাকে প্রথম হাসপাতালে ভর্তির পর পরিবারের পক্ষ থেকে অন্যত্র চিকিৎসাার জন্য বলা হলে ছাড়পত্র দেওয়া হয়। মূলত তিনি জ্বর, সর্দি-কাশি ও এ্যাজমা রোগে আক্রান্ত। হাপাতালেই তার চিকিৎসা চলছে।

সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক