কেশবপুরে মৎস্য চাষীরা পেল মাছের পোনা খাদ্যসহ বিভিন্ন উপকরণ প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২২ | আপডেট: ৫:৩৪:অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২২ যশোরের কেশবপুরে মৎস্য চাষীদের মাঝে ৬৪ হাজার মাছের পোনা, খাদ্য, সাইন বোর্ড, এয়ারেটর মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ প্রজেক্ট (এনএটিপি-২)-এর আওতায় এসব উপকরণ দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক। জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা বলেন, উপজেলার ১১ জন মৎস্য চাষীকে ৬৪ হাজার মনোসেক্স ও পাবদা মাছের পোনা, ১৪০ কেজি করে মাছের খাদ্য ও একটি করে সাইন বোর্ড দেওয়া হয়। এছাড়া পানিতে অক্সিজেনের ঘাটতি পূরণ করে অধিক ঘনত্বের মাছ চাষের জন্য উপজেলার মূলগ্রাম কার্প গলদা সিআইজি সমবায় সমিতির অনুকূলে ৮টি এয়ারেটর মেশিন দেওয়া হয়েছে। সংবাদটি ৩৯৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু