কেশবপুরে ব্যবসায়ী সাঈদ হত্যার রহস্য উন্মোচন প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০ | আপডেট: ৩:৫৫:অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০ যশোরের কেশবপুর উপজেলার কন্দর্পপুর গ্রামের ব্যবসায়ী আবু সাঈদ সরদার হত্যা মামলার দু’আসামিকে আটক করেছে পিবিআই এর তদন্ত কর্মকর্তা। একই সাথে আটক দু’জনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া টাকা ও ভ্যান। শনিবার তাদের আদালতে প্রেরণ করা হলে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন দু’জনেই। মামলার তদন্তকারি কর্মকর্তা পিবিআই যশোরের উপ-পরিদর্শক (এস আই) জিয়াউর রহমান বলেন, আটককৃত ব্যবসায়ী আবু সাঈদ সরদার হত্যা মামলার আসামি উপজেলার পাঁজিয়া গ্রামের হাফিজুর সরদারের ছেলে জুয়েল সরদার ও হাড়িয়াঘোপ গ্রামের সাহেব আলীর ছেলে কামরুজ্জামান লিটনকে শনিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিক জবানবন্দি গ্রহণ মেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আটক জুয়েল ও কামরুজ্জামান লিটন জানিয়েছেন, আবু সাঈদ সরদার ভাংড়ির (পুরাতন ব্যাটারীর) মালামালের ব্যবসা করতেন। তাঁর কাছে সব সময় ৫০ হাজার থেকে ১ লাখ টাকা থাকতো। বিষয়টি তারা জানতে পারে। আসামি কামরুজ্জামান লিটনের কাছে জুয়েল ১০ হাজার টাকা পেতেন। আবার জুয়েল টাকার অভাবে কিস্তির টাকা পরিশোধ করতে পারছে না। এ অবস্থায় তারা সাঈদের কাছ থেকে টাকা ছিনতায়ের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী গত ১০ নভেম্বর সন্ধ্যায় তারা ফোন করে সাঈদকে ডেকে নিয়ে আসে। এরপর তারা পুরাতন ওজন পরিমাপের স্কেল কেনার কথা বলে সাতাইশকাটি থেকে নুড়িতলা বাজারের দিকে রওনা হয়। পথিমধ্যে আবু সাঈদ ভ্যানে তাদের রেখে প্রস্রাব করতে রাস্তার পাশে বসে। এসময় আসামিরা নেমে হাতুড়ি দিয়ে মাথা ও মুখে আঘাত করে সাঈদকে হত্যার পর তার কাছে থাকা নগদ টাকা ও ভ্যান নিয়ে চলে যায়। এঘটনায় নিহতের স্ত্রী ঝর্ণা বেগম অপরিচিত ব্যক্তিদের আসামি করে কেশবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন যার নং- ০২। মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, গত ১০ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যার পর সাঈদ সরদার বাড়ি থেকে যেয়ে আর ফিরে আসেনি। পরদিন (বুধবার) নুড়িতলা বাজারের পাশে কাঁচার রাস্তার পাশ থেকে সাঈদের লাশ উদ্ধার করা হয়। এ মামলার তদন্তের দায়িত্ব পায় যশোরের পিবিআই। মামলার তদন্তকালে শুক্রবার (১৩ নভেম্বর) হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে জুয়েল ও কামরুজ্জামানকে আটক করা হয়। এসময় কামরুজ্জামানের বাসা থেকে ছিনতাই করে য়ো ২৮ হাজার টাকা ও জুয়েলের বাড়ি থেকে নিহত সাঈদের ব্যবহৃত ভ্যান উদ্ধার করা হয় বলে মামলার তদন্তকারি কর্মকর্তা পিবিআই যশোরের উপ-পরিদর্শক (এস আই) জিয়াউর রহমান শনিবার সন্ধ্যায় নিশ্চিত করেন। সংবাদটি ৪৭৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু