কেশবপুরে বিএনপির নেতৃবৃন্দের সাথে আবুল হোসেন আজাদ এর মতবিনিময় প্রকাশিত: ৯:১৮ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০ | আপডেট: ৯:১৮:অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০ নিজস্ব প্রতিবেদক, কেশবপুর(যশোর): যশোর- ৬ (কেশবপুর) আসনে উপ-নির্বাচন। এ লক্ষে মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময়কালে কালে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রাথী আলহাজ্ব আবুল হোসেন আজাদ বলেন, সরকার মিথ্যা মামলায় অবৈধ ভাবে আমাদের নেত্রীকে রাজনৈতিক কারনে বন্দি করে রেখেছে। তাঁকে মুক্ত করতে আমার এ উপনির্বাচনে অংশ নিয়েছি। গভীর রাতে ধানের শীষের পোস্টার ছেড়া হচ্ছে। বিএনরি নেতা-কর্মিদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে। ধানের শীষের পথ সভায় বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ সব হলো আওয়ামী লীগের পুরানো চেহারা। এ সরকারের আমলে এ গুলো হবে তা আমরা জানি। এতে আমরা চিন্তিত না। তিনি সরকারের কঠোর সমালোচনা করে গণতন্ত্র ফিরিয়ে আনার নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে ধানের শীষ প্রার্থীকে জয়লাভ করানোর জন্য উপস্থিত যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের সকল শাখার নেতা-কর্মিদের প্রতি দিক-নির্দেশনা দেন। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদাক সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক আল্হাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন। যশোর-৬ আসনের উপ-নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, পৌর বিএনপি সাবেক সভাপতি ও সাবেক মেয়র আল্হাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, পৌর বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও থানা যুবদলের সভাপতি কুতুব উদ্দীন বিশ্বাস, পৌর বিএনপি নেতা শেখ শহিদুল ইসলাম, জাসাসের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দিপু, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মাসুদুর রহমান মাসুদ, যুবদল নেতা আলমগীর সিদ্দীক, আব্দুল হালিম অটল, শামছুল আলম বুলবুল, জাহাঙ্গীর কবির মিন্টু, আব্দুল গফুর, ছাত্রদল নেতা তরিকুল ইসলাম, মেহেদী হাসান শিপন, মজনু হুসাইন, মেহেদী হাসান বিশ্বাস, আব্দুল আজিজ, ফরহাদ হোসেন প্রমূখ। সুন্দরবনটাইমস.কম/মশিয়ার রহমান যশোর ৬ সংসদীয় আসন সংবাদটি ৩৩৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু