কেশবপুরে করোনা সন্দেহে একজনের শরীর থেকে নমুনা সংগ্রহ: এলাকায় ভীতি প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০ | আপডেট: ৬:৩৯:অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০ মশিয়ার রহমান, কেশবপুর(যশোর): যশোরের কেশবপুরে করোনা সন্দেহে একজনের শরীর থেকে নমুনা সংগ্রহ, এলাকায় ভীতি মিলন সিংহের পরিবার। কেশবপুরে জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত করোনা সন্দেহে মিলন সিংহের পরিবারের আরও ২জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া মিলন করোনা ভাইরাসে আক্রান্ত কিনা সেজন্য তার নাক ও গলা থেকে লালা সংগ্রহ করে ঢাকাস্থ মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের আইইবিসিআরে পাঠানো হয়েছে। উপজেলার পাঁচপোতা গ্রামের মিলন সিংহকে সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বিতীয় দফায় ভর্তি করা হয়। একই দিন জ্বরে আক্রান্ত ছেলে চন্দন সিংহকেও ভর্তি করা হয়েছে। ওই পরিবারের একাধিক সদস্য জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হওয়ায় এলাকায় ভীতির সঞ্চার হয়। মঙ্গলবার সকালে মিলনের স্ত্রী শিখা সিংহকেও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রেখে চিকিৎসা করানো হচ্ছে। মঙ্গলবার সকালে ঢাকাস্থ মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের আইইবিসিআর এর মেডিকেল টেকনোলজিস্ট লিটন হালদার মিলনের নাক ও গলা থেকে লালা সংগ্রহ করেছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলমগীর হোসেন বলেন, ওই নমুনা ঢাকাস্থ মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের আইইবিসিআরে পাঠানো হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট পাওয়া যাবে। সুন্দরবনটাইমস.কম/নিজস্ব প্রতিবেদক সংবাদটি ২৬৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন মণিরামপুরে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র, দাদা-নাতিসহ ৫জন নিহত শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য