কেশবপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২০ | আপডেট: ২:২২:অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২০ যশোরের কেশবপুরে মঙ্গলবার রাতে আবু সাঈদ (৪২) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার সাতাশকাটি-নুড়িতলা রোডের নেপাকাটি গ্রামের প্রফেসার কফিল উদ্দিনের বাড়ির পশ্চিম পাশে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। থানা পুলিশ ও এলাকাবাসি জানায়, মঙ্গলবার রাতে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের সাতাশকাটি-নুড়িতলা রোডের নেপাকাটি গ্রামের প্রফেসার কফিল উদ্দিনের বাড়ির পশ্চিম পাশে আবু সাঈদকে দুর্বৃত্তরা মাথায় ও মুখে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। লাশ দেখতে পেয়ে এলাকাবাসি পুলিশকে সংবাদ দেয়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে লাশ করে। নিহত আবু সাঈদ উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের কন্দর্পপুর গ্রামের মৃত ইজাহার আলী সরদারের ছেলে। তিনি মটর চালিত ভ্যানের পুরাতন ব্যাটারি ক্রয়-বিক্রয়ের ব্যবসা করতেন বলে এলাকাবাসি জানান। এঘটনায় নিহতের স্ত্রী ঝর্না খাতুন বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) ওহিদুজ্জামান বলেন, নিহত আবু সাঈদ পেশায় একজন পুরাতন ব্যাটারী ক্রয়-বিক্রয়ের ব্যবসায়ী ছিলেন। দুর্বৃত্তরা তাকে মাথায় ও মুখে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। কি কারণে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে, তা এখনও উদঘাটন করা সম্ভব হয়নি। তবে হত্যাকা-ের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। সংবাদটি ৫১০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু