কুমিরা পূজা মন্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৯ | আপডেট: ২:২৮:অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৯ ডেক্স রিপোর্ট: খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটার কুমিরা বাসস্ট্যান্ড সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন করলেন খুলনা অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান। পরিদর্শন শেষে রাত ১১টায় পূজা মন্ডপ প্রাঙ্গনে আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন। ৫ অক্টোবর নিবাস সরকারের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে তিনি বক্তব্য রাখেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিস, তালা-পাটকেলঘাটা সার্কেল হুমায়ুন কবির। বক্তরা নিবিঘ্নে পূজা পালনের জন্য সকলকে আহবান জানান। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষনিকভাবে প্রশাসনকে অবহিত করার জন্য আহবান জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুমিরা ইউপি চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) ওয়াহিদ মুর্শেদ, শিক্ষক নবকুমার পাইন, গোপাল ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সুন্দরবনটাইমস.কম/মো: মুজিবর রহমান/পাটকেলঘাটা/সাতক্ষীরা ডিআইজি হাবিবুর রহমান সংবাদটি ২২৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু