কালিগঞ্জ হতে ০২টি পাইপগান ও ৩০টি ককটেলসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৬ প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২১ | আপডেট: ১২:০৭:অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২১ সাতক্ষীরার কালিগঞ্জ হতে ০২টি দেশীয় তৈরী পাইপগান ও ৩০টি ককটেলসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৬। আটককৃতরা হলেন, সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের চাঁচাই এলাকার আতিয়ার রহমানের ছেলে মোঃ আব্দুল মাজিদ(৪০) এবং একই ইউনিয়নের ফরিদপুর এলাকার মৃত মুজিবর সরদারের ছেলে মোঃ মুছা সরদার(৫৮)। র্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোঃ ইশতিয়াক হোসাইন জানায়, কালিগঞ্জের বিষ্ণপুরের ফরিদপুর গ্রামের কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দ্যেশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রবিবার বিকালে র্যাবের একটি চৌকশ আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত গ্রামের হাবিবুর রহমান মোড়লের মুরগীর ফার্মের সামনে পুকুর পাড় সংলগ্ন বাঁশ ঝাড়ের নিচ থেকে তাদেরকে গ্রেপ্তার করে। এ সময় আসামীর হেফাজত হতে দেশীয় তৈরী ০২টি পাইপগান, ৩০টি ককটেল সাদৃশ্য বিস্ফোরক ও নগদ টাকা সহ মোবাইল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানায় হস্তান্তর করতঃ তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়। এসজি/ডেক্স সংবাদটি ৬১৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু